Jagannath University Admission 2019-20




জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিাবর্ষে ০৪(চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাচ্ছে (http://admission.jnu.ac.bd) অথবা (http://admissionjnu.info)

প্রাথমিক আবেদন করার নিয়ম:
Step 1 : যে ইউনিট-এ আবেদন করবে, হোমপেইজে ঐ ইউনিটে ক্লিক করতে হবে।
Step 2 : এইচ.এস.সি এর রোল এবং বোর্ড। এস.এস.সি এর রোল, বোর্ড এবং পাশের সন। শিক্ষার্থীর মোবাইল ফোন নম্বর দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।

প্রদর্শিত তথ্য ঠিক থাকলে Submit বাটনে ক্লিক করতে হবে এবং কিভাবে Payment করতে হবে, তার বিবরণ দেখা যাবে।

Step 3 : Payment Procedure-এ ক্লিক করে পেমেন্ট করার নিয়ম দেখে নিতে হবে।
  • যদি bKash-এ পেমেন্ট করেন তাহলে bKash Payment Verify করতে হবে 
  • bKash-এ পেমেন্ট করলে Reference-এ Application ID লিখতে হবে। Application ID না লিখলে অথবা ভুল করলে আপনার পেমেন্ট গ্রহণযোগ্য হবে না
Step 4 : Payment Acknowledgement Check করে পেমেন্ট স্ট্যাটাস দেখে নিতে হবে।



ভর্তি বিজ্ঞপ্তি :



ভর্তির নির্দেশিকা :





ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পাদনের জন্য ভর্তি নির্দেশিকাটি (Prospectus) অত্যন্ত মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক  

* ইউনিট-১, ইউনিট-২, ইউনিট-৩ এর জন্য বিকাশ এ ৬০৬ টাকা , শিওরক্যাশ এ ৬০০ টাকা , রকেট এ ৬০০, টেলিটক এ ৬৫৩ টাকা জমা দিতে হবে
সঙ্গীত, নাট্যকলা, চারুকলা , ফিল্ম এন্ড টেলিভিশন এর জন্য বিকাশ এ ৫০৫ টাকা , শিওরক্যাশ এ ৫০০ টাকা , রকেট এ ৫০০, টেলিটক এ ৫৪৫ টাকা জমা দিতে হবে
পেমেন্ট করে লগইন করতে হবে


লগইন করার পরে নিম্নের কাজ গুলো সম্পূর্ণ করতে হবে
* অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে
* আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে
* কোটা থাকলে আপডেট করতে হবে
* ঠিকানা এবং অন্যান্য তথ্য আপডেট করতে হবে
* REVIEW করে "FINAL SUBMIT" করতে হবে