ঘুণিঝড় বুলবুল ও ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং জনজীবন

সরাসরি ঘূর্ণিঝড় বুলবুল



ছবি : বিবিসি বাংলা

ঘুর্ণিঝড় বুলবুল আঘাত হেনেছে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ উপকূলে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, বরিশাল ও এদের চরাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা-খুলনার উপর দিয়ে বয়ে যাচ্ছে ১০০-১২০ কিলোমিটার বেগে। এই অঞ্চল ১০ নম্বর মহাবিপদ সংকেত-এর আওতায় আছে। সবাইকে সাবধানে ও নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে সরকার ও স্থানীয় প্রশাসকের মাধ্যমে। বিভিন্ন স্বেচ্ছাসেবকগণ কাজ করছে নিরালসভাবে।


ছবি : কালেরকণ্ঠ



মা হুমায়রা বেগম ও সদ্যজাত কন্যা বুলবুলি। ছবি : প্রথমআলো

শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুল চলাকালীন সময়ে মা হুমায়রা বেগমের কোলজুড়ে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান। ঘূর্ণিঝড় বুলবুল-এর নামে কন্যা সন্তানের নাম রাখা হয় বুলবুলি। মা ও কন্যা দুজনেই সুস্থ্য আছেন। নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার আশ্রয়ে আছেন তারা।